আমি ভালোবাসি আমার পরিবার-দে-শ ও দেশের মানুষকে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ভুলে দেশের জন্য কাজ করি” -ফরিদ বিন আকবর
একটি নবদিগন্তের সূচনার উদ্যোগ। দেশের সর্বোচ্চ সম্মানিতদের সদয় আন্তরিক স্নেহের পরশে সৎপরামর্শ আর অনুপ্রেরণার অনুরণনে নিজেকে ধন্যবোধ করছি।
মনে পড়ে সেই ছোট্টো বেলার দৌঁড়-ঝাপ আর দুরন্তপনার দিনগুলোর স্মৃতি ফোঁটায় ফুটন্ত ফুলকলিদের কথা; যখন না ছিলো কোন পাকা রাস্তা-ঘাট, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থার তেমন কোনো বলয় তখনই নিজ উদ্যোগে ও সম্মিলিত প্রচেষ্টায় শুরু করেছিলাম গ্রামের নিরক্ষর ও সাধারণ জনসাধারণের জন্য নৈশ শিক্ষালয়, বৃহৎ পরিসরে গণ-লাইব্রেরী, দৈনিক পত্রিকা, মাসিক ম্যাগাজিন এবং বিভিন্ন প্রকার বই-পুস্তক বিতরণসহ নানামুখি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি, সভ্যতার আদলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক জনসচেতনতামূলক ‘সুধী সমাবেশ’ গরীব-দুস্থ্যদের আর্থিক ও পন্য-উপকরণ সহায়তাসহ মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণ, দুই ঈদে সেমাই-চিনি ও নগদ অর্থ প্রদান, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি-চক্ষুশিবির, মেডিকেল প্রোগ্রাম, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিক টেস্ট ও স্বল্পব্যয়ে চিকিৎসা সেবার পরামর্শসহ নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম।
মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যদের সাথে জনগণের যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে আইসিটি মন্ত্রনালয়ের সাপোর্টে পরিচালিত সেচ্ছাসেবী সংস্থা আমারএমপিডটকম কর্তৃক (AmarMP) সংসদীয় আসন ৭৬ কুষ্টিয়া-২, এর গণসংযোগ ‘অ্যাম্বাসেডর’ (তথ্যমন্ত্রী’র) হিসেবে কাজ করার সুযোগ হয়। ২০১৭-১৮;
২০১৩ সালে ঢাকাস্থ জাতীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আইএইচসিআরএফ (IHCRF) কর্তৃক “সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য’ বিশেষ “সম্মাননা স্মারক” প্রাপ্ত হই।
২০০৯-২০১৭ সাল পর্যন্ত ‘ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস্ ক্রাইম রিপোর্টাস্’ এর ঢাকা মহানগর সেক্রেটারি হিসেবে ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে মানবাধিকার বিষয়ক অসংখ্য সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও শিক্ষামূলক আলোচনায় প্রধান অতিথি/ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করি। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ‘যুব কার্যক্রম-১৯৯৮’ এর উপর ৯০ দিনের বিশেষ প্রশিক্ষণ গ্রহন করি এবং একই সম্মানে ইসলামীক ফাউন্ডেশনের আহবানে ‘সমাজ সচেতনতায় ঈমামদের ভূমিকা’-২০০৩, ৪৫ দিন এবং ব্র্যাক এর আহবানে ‘পারিবারিক আইন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সমাজের ভূমিকা’-২০০৪ শীর্ষক ১৫ দিন ব্যাপি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করে সমাজ কল্যাণ ও মানবাধিকারের উপর কাজ করার সুযোগ তৈরী হয়।
২০১০ পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান নির্মাণ, প্রযোজনা, পরিচালনা ও উপস্থাপক হিসেবে ও কাজ করি।
বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল
‘ক্রাইমওয়াচবিডি২৪ডটকম’ (ক্রাইম ওয়াচ) এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা সম্পাদক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ-২০২০ উপলক্ষে ‘স্বপ্নশীলন’ এর উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ (বিডা), এর যৌথ প্রয়াসে “আমার বঙ্গবন্ধু-প্রেম ও প্রেরণায়” শীর্ষক প্রকাশনার উদ্যোক্তা ও আহবায়ক হিসেবে দুই প্রজন্মের শত লেখার একটি সফল প্রকাশনার কাজ সম্পূর্ণ করেছি। এবং বিডা’র ‘ইএসডিপি’ প্রকল্পের একজন সহযোগী-পরামর্শক হিসেবে প্রসংশাপত্র (সম্মাননা) প্রাপ্ত হই।
দেশও জাতির কল্যাণে নিবেদিত থেকে কাজ করার অভিপ্রায়ে সকলের সহযোগিতা চাই সব সময় সারাক্ষণ অবিরাম অবিরত। ধন্যবাদ।।
-ফরিদ বিন আকবর